স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের বেহাল দশা। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি বানের পানিতে ধুলিয়াখাল থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্থানে সড়কটি ভেঙ্গে খানাখন্দে ভরে গেছে। সিএনজি অটোরিক্সা, টমটমসহ ছোট যানবাহন এ সড়কে চলাচল করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। যে কোন সময় দুর্ঘটনার শিকার হতে পারে যানবাহনগুলো। কিন্তু সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বরতদের কোন মাথা ব্যাথা নেই। এদিকে হবিগঞ্জ শহরের বিভিন্ন সড়ক ভেঙ্গে একই অবস্থা দেখা দিয়েছে। সাকির্ট হাউজ রোড থেকে জেলা প্রশাসকের কার্যালয়, বেবীস্ট্যান্ড থেকে সিএনজি শায়েস্তাগঞ্জ স্ট্যান্ড, বৃন্দাবন কলেজ থেকে শশ্মানঘাটের মোড় পর্যন্ত রাস্তাগুলো ভেঙ্গে বেহাল দশার সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কগুলোতে রোগীবাহী যানবাহন ও সাধারণ মানুষকে যাতায়াতে দুর্বিশহ যন্ত্রণা পোহাতে হচ্ছে। এ বিষয়ে শহরবাসী দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।