শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদী ও সুতাং নদীর অবস্থা পর্যবেক্ষণের জন্য খোয়াই বাঁধ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি মোঃ নাহিদ ভূঁইয়া, নুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বিলাল, স্থানীয় ইউপি মেম্বার শামীম মিয়া, কাউন্সিলর এম এ জলিল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, স্থানীয় ব্যক্তিবর্গ। কয় নদীর বাঁধ উপচে পানি বেড়ে যাওয়ায় নিরাপত্তার জন্য স্থানে স্থানে বস্তা দিয়ে বার তৈরি সহ যে সমস্ত জায়গায় ঝুঁকিপূর্ণ সেখানে অতিরিক্ত বস্তা দিয়ে ভাত নির্মাণ এবং স্থানীয় মানুষের সহযোগিতায়, স্বেচ্ছাসেবীদের সরব উপস্থিতি, আনসার এবং আর্মিসহ প্রশাসনের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিপদসীমার উপর দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর উভয় পাশে বালির বস্তা দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হচ্ছে। যেন নদীর পাড়ে কোনরকম ক্ষত বা গর্ত সৃষ্টি না হয়। স্থানীয় উৎসুক জনতার উপস্থিতির মধ্য দিয়ে উৎকন্টা এবং উদ্বেগের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন সাধারণ মানুষজন।
উপস্থিত অনেকেই বলাবলি করছিলেন, অপরিকল্পিতভাবে খোয়াই নদী থেকে বালু উত্তোলনের কারণে আজকের এই বিপদ এবং এই ঝুঁকি। অপরদিকে ভারতের ত্রিপুরা, আসাম, মিজোরাম এসব এলাকায় প্রবল বৃষ্টিপাত এবং এদের নির্ধারিত বাদ টি খুলে দেয়ার কারণেও এই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে খোয়াই নদী এমনটা মনে করছেন স্থানীয় ব্যক্তিরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্রয় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। একই সাথে চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও সদর উপজেলা অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে বলে স্থানীয় প্রশাসন থেকে জানা যায়। ইতোমধ্যেই হবিগঞ্জের জালালাবাদ এলাকায় একটি ভাঙ্গন দেখা দিলে হবিগঞ্জ সদর উপজেলার প্রায় ১০টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এছাড়াও অধিক বৃষ্টির কারণে পানি নদী-নালায় জমে থাকায় সেখানেও বন্যার সৃষ্টি হচ্ছে।
অপরদিকে সুতাং নদী প্লাবিত হয়ে মাধবপুর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ উপজেলার ফসলি জমি সম্পূর্ণভাবে তলিয়ে গেছে।
সশরীরে উপস্থিত হয়ে দেখা যায়, রাত জেগে নদীর পাড় পাহারা দিচ্ছেন স্থানীয় ব্যক্তিবর্গ। নদীর পাড়ের কেউ কেউ নিজেদের ঘরে রাখা গো খাদ্য নিরাপদ স্থানে সংরক্ষণ করছেন। প্রশাসন থেকে বারবার সতর্কবার্তা দেয়া হচ্ছে, যেন সবাই প্রস্তুত থাকেন। কোন কারনে যদি নদীর বাঁধ ভাঙ্গে সবাই যেন নিরাপদ স্থানে চলে যেতে পারেন। ইতোমধ্যেই প্রশাসন থেকে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।