স্টাফ রিপোর্টার ॥ দেশের জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল ‘দীপ্ত টিভি’র হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আখলাছ আহমেদ প্রিয়। গত সোমবার (১৯ আগষ্ট) কাজী মিডিয়া লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী’র স্বাক্ষরিত নিয়োগপত্র হাতে পেয়েছেন তিনি। এর আগে দীর্ঘ ১ বছর ৪ মাস তিনি দীপ্ত টেলিভিশনের সাথে যুক্ত ছিলেন।
আখলাছ আহমেদ প্রিয় দীর্ঘদিন যাবত দৈনিক হবিগঞ্জ সমাচারে প্রধান প্রতিবেদক ও জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ-এর হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীপ্ত টিভির সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ নিয়োগে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি সাংবাদিকতার মহান পেশায় দায়িত্বশীলতার সাথে কাজ করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।