প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাজ্য প্রবাসী ও আপনজন হবিগঞ্জ এর সদস্য এডঃ মাহ্মুদ-উল হক বার-এট-ল ডিগ্রী অর্জন করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় আপনজন হবিগঞ্জ এর উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। আপনজন সভাপতি এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ’র পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-এডঃ আলহাজ্ব আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জিকে গউছ, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন-আপনজন সদস্য ফজলুল করিম খসরু ও গীতা পাঠ করেন প্রাণেশ রঞ্জন দাশ।
অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম হারুন, প্রভাষক কামরুল হক জাকারিয়া পারভেজ, প্রভাষক মোর্শেদ কামাল, এডঃ সফিকুল ইসলাম ও এনামুল হক এহিয়া।
বক্তব্য রাখেন-প্রাক্তন অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, রোজ বাংলাদেশ চেয়ারম্যান হারুনুর রশীদ চৌধুরী, এডঃ বশীর আহমেদ দুলাল, এডঃ রমিজ আলী, পৌর কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, খেলাঘরের সাধারণ সম্পাদক দিপুল রায় ও বিকেবি সিবিএ নেতা কুতুব উদ্দিন।
আপনজন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন-আলিকো ম্যানেজার বাদল রায়, সফিকুর রহমান তোফায়েল, মোহাম্মদ শাহীন ও সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী।
আলোচনা সভা শেষে সংবর্ধিত ব্যক্তি ব্যারিষ্টার মাহ্মুদ-উল হক প্রধান অতিথি এডঃ আব্দুল মজিদ খান এমপি’র নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করেন।