স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারের আহমদ ফার্মেসীর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ বাধ্যক জণিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)। তিনি শুক্রবার ভোরে বাণিজ্যিক এলাকাস্থ নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২য় ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদে মরহুমের ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ব্যবসায়ী, আইনজীবি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। মরহুমের ২য় জানাযার নামাজ নিজ গ্রাম হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুরে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে মরহুমের দাফন সম্পূর্ণ করা হয়। মরহুম শাহাব উদ্দিন আহমদ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি হবিগঞ্জ জেলা শাখাবাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি হবিগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের উপদেষ্ঠা ও হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তিনি হবিগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য। তিনি হবিগঞ্জের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা ডাঃ সালেহ আহমেদের ছোট ভাই। ইংল্যান্ড প্রবাসী ডাঃ শামছুউদ্দিন আহমেদের বড় ভাই। মরহুম শাহাব উদ্দিন আহমেদ ব্যবসায়ী জিয়া উদ্দিন আহমেদ ও সফিক উদ্দিন আহমেদের পিতা।