আবুল কাসেম, লাখাই থেকে ॥ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে লাখাই মুক্তিযোদ্ধা সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাবেদ আলী পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে লাখাই উপজেলা নির্বাহি অফিসার নাহিদা সুলতানার কাছে বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযুক্ত অধ্যক্ষ জাবেদ আলী পদত্যাগপত্র দিয়েছেন বলে নিশ্চিত করেন অনিয়মের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীরা। জানা যায়, গত ১৪ আগস্ট ২৪ ঘন্টার ভিতর জাবেদ আলীর পদত্যাগের জন্য শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটামের পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে উপজেলার বিভিন্ন প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করে আসছিলো, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার উপজেলা প্রশাসনিক চত্বরের অদুরে হবিগঞ্জ লাখাই সড়কের পদত্যাগের ১ দফা এক দাবি বিক্ষোভে প্রদর্শন করেন তারা। এ সময় সেনাবাহিনীর একটি টিম তাদের শান্ত হওয়ার আহবান জানান। পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা সুলতানা আন্দোলনকারিদের ওই অধ্যক্ষের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করলে শিক্ষার্থীদের মধ্যে বিজয়ের হাসি ফুটে। এব্যাপারে ইউএনও নাহিদা সুলতানার সাথে আলাপকালে পদত্যাগপত্র প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন তিনি। জানা যায়, ইতি পূর্বে নানান দুর্নীতি ও অনিয়মের দায়ে অভিযুক্ত ওই অধ্যক্ষের পদত্যাগ দাবি করে লাখাই উপজেলা নির্বাহি অফিসার নাহিদা সুলতানার মধ্যেমে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উর্ধ্বতন বিভাগের কাছে স্মারক লিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। এরপর থেকে ধারাবাহিক ভাবে বিক্ষোভ করে আসছিল তারা। এরই মধ্যে অভিযুক্ত অধ্যক্ষ জাবেদ আলীর নানা অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, সেচ্ছাারিতা সহ শিক্ষক-কর্মকচারীদের সাথে অশোভন আচরণ অভিযোগ তদন্ত সংশ্লিষ্ট কর্তপক্ষ কর্র্তৃক সন্দেহাতীত প্রমাণিত হওয়ার পরও অধ্যবধি কোন প্রকারের ব্যবস্থা গ্রহণ না করায় আরো ভয়াবহ রুপ ধারণ করে জাবেদ আলী। অধ্যক্ষের অত্যাচার দুর্নীতি এবং শিক্ষক-কর্মচরীদেরকে নানাভাবে হয়রানি ও কারণে-অকারণে চাকুরীচ্যুৎ করার হুমকীর ফলে তার পদত্যাগের দাবিতে কর্মবিরতী করেছে লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারীগণ।