নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার সদ্য সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন, বর্তমানে মেয়র হিসেবে না থাকলেও কাউন্সিলরবৃন্দ ও পৌরবাসীর পাশে তিনি থাকবেন, কাজ করে যাবেন। তিনি বলেন, চেয়ার থাকুক বা নাই থাকুক, নবীগঞ্জকে ভালো রাখার স্বার্থে এবং মানুষের বসবাসের উপযোগী করে গড়ে তুলতে যা যা প্রয়োজন, সেসব কাজে আমি অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো। তাঁর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো নবাগত পৌর প্রশাসকের নেতৃত্বে কাউন্সিলরবৃন্দ করবেন বলে তিনি প্রত্যাশা করেন। নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা/কর্মচারী কর্তৃক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি গতকাল ২২ (আগস্ট ২০২৪) বৃহস্পতিবার বিকেলে পৌরসভা কার্যালয়ে বিদায়ী সংবর্ধিত অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-২ মো. আ. সোবহান, প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দীন, সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক, প্রধান শিক্ষক আশীষ কুমার বিশ্বাস, সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী ইকবাল আহমেদ, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, নবীগঞ্জ পৌর আইডিয়াল স্কুলের প্রমুখ।
প্রিয় মেয়রের বিদায় মুহূর্তে সবাই কাঁদছিলেন, মেয়র নিজেও কেঁদেছেন। তখন এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনুষ্ঠানের শুরুতে পৌর কাউন্সিলর ও কর্মকর্তা/কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী মানপত্র পাঠ করা হয় এবং পৃথক পৃথক বিদায় সম্মাননা স্মারক বিদায়ী মেয়রকে প্রদান করা হয়।