নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের তারানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবৈধভাবে কমিটি এবং দাতা সদস্যদের নাম ফলক পরিবর্তন করায় প্রধান শিক্ষক সুবিনয় পুরকায়স্থ ও রণজিৎ দাশ নামের দুইজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দেয়া হয়েছে। গত মঙ্গলবার তারানগাঁও গ্রামের মৃত রশিক দাশের পুত্র ক্ষিতিশ দাশ নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগটি দাখিল করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, যৌথ সম্পত্তি থেকে তারানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমি দান করা হয়। জমি মৌলিক ভাবে দান করার এক বছর পর দাতা সদস্য রশিক দাশ মৃত্যু বরন করেন। পরে শ্রীশ দাশ তার ভাগের জমি রেজিস্টারি করতে তার ৪ পুত্রের মধ্যে ৩ জনই নাবালক থাকায় তার বড় পুত্র রতিশ দাশ তার অংশের জমি রেজিস্টারি করে দেন। তৎকালীন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান ও শিক্ষা অফিসার পঞ্চান্ন কুমার সানার নির্দেশে স্কুলের দেয়ালে নাম ফলকে দাতা সদস্য রশিক ও শ্রীশ দাশের নাম লিখা হয়। পরে তাদের উত্তরাধিকারী হিসেবে রশিক দাশের পুত্র রতিশ দাশ, ক্ষিতিশ দাশ, সাধন দাশ, বিধান দাশ, শ্রীশ দাশের উত্তরাধিকারী সুবোধ দাশ এবং কানাই দাশকে দাতা সদস্য হিসেবে দাতা বোর্ডে তাদের নাম লিখা হয়। কিন্তু ৩/৪ দিন পুর্বে ওই স্কুলের প্রধান শিক্ষক সুবিনয় পুরকায়স্থ ও রণজিৎ দাশ মিলে স্কুলের কমিটি দাতা সদস্যদের নামফলক পরিবর্তন করে নতুন কমিটি এবং নতুন দাতা সদস্যদের নাম ফলক লাগিয়েছেন। ঘটনাটি বিভিন্ন মহলে জানাজানি হলে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।