বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুটি হত্যা মামলায় সাবেক মেয়র সেলিম কারাগারে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় কিবরিয়া ব্রিজ এলাকায় “মকসুদ-ফজিলা প্লাজা” মাকের্টের সামনে অবৈধভাবে উচু দেয়াল নির্মাণের অভিযোগ শায়েস্তাগঞ্জে ভেজাল মসলায় সয়লাব ॥ প্রতারিত ক্রেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষেরঘটনায় শায়েস্তাগঞ্জে ১১৬ জনের নামে আরও একটি মামলা দায়ের ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানে দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনের শুভ উদ্বোধন পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও চাকুরী পূনর্বহালের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন মাধবপুরে বিএনপির সভা দীঘলবাকের বিভিন্ন বাজারে বর্জ্য ব্যবস্থাপনায় শেভরনের সহায়তা নবীগঞ্জে স্বামীর লাথিতে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু ॥ ঘাতক মাহমুদ আটক

হবিগঞ্জ পৌরসভায় প্রশাসক হিসাবে প্রভাংশু সোম মহান-এর যোগদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার প্রশাসক হিসেবে কাজ শুরু করেছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রভাংশু সোম মহান। গতকাল বুধবার বেলা ১১ টায় তিনি হবিগঞ্জ পৌরভবনে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রশাসক হবিগঞ্জ পৌরসভার উপস্থিত কাউন্সিলর, সকল শ্রেনীর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পরিচিত হন।
প্রশাসক প্রভাংশু সোম মহান বলেন, আমাদের দেশ তারুন্যের শক্তিতে বলীয়ান। তরুনদের আশা-আকাংখার কথা আমাদেরকে গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে।’ তিনি বলেন, আমরা চেষ্টা করবো জনগুরুত্বপূর্ণ কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে পৌরসভার কর্মকান্ডকে এগিয়ে নিতে। পৌর এলাকার ড্রেনের সমস্যাগুলো চিহ্নিত করে তা’ সমাধানের উদ্যোগ নিয়ে জলাবদ্ধতা দুর করা এবং রাস্তায় টমটমসহ যান চলাচলে শৃংখলা ফিরিয়ে এনে যানজট নিরসনের জন্য কাজ করতে হবে।
প্রশাসক আরো বলেন, এই পৌরসভার একটি ভাল দিক হলো আমাদের বিভিন্ন কর আদায়ের যে বিষয়গুলো রয়েছে তার প্রায় সবগুলোই অনলাইন ভিত্তিক। তিনি জন্মনিবন্ধনসহ নাগরিক সেবাগুলো গতিশীল করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এছাড়াও যে সকল ড্রেন নির্মাণ কাজে ধীর গতির কারনে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে সে কাজগুলো গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন। প্রভাংশ সোম মহান পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের এক পরিবারের মতো আন্তরিকতা নিয়ে সঠিকভাবে দয়িত্ব পালনের আহবান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কদ্দুছ, সফিকুর রহমান সিতু, খালেদা জুয়েল, শেখ সুমা জামান, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌলশী মোঃ তারিকুল ইসলাম প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com