শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলা ॥ প্রতিবাদে কর্মবিরতি

  • আপডেট টাইম বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসকের উপর হামলার ঘটনায় কর্মবিরতি পালন করেন ডাক্তার, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। পরে হামলাকারীকে গ্রেফতারে সেনাবাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় ৪ ঘন্টা পর কর্মবিরতি প্রত্যাহার করা হয়। এরপর থেকে সেনাবাহিনীর উপস্থিতিতে হাসপাতালে ফের রোগীদের সেবা দেওয়া শুরু হয়। জানা যায়, হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত ছিলেন ডা. আবিদুর রেজা। চিকিৎসা সেবা দেয়ার এক পর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে ২নং পুল এলাকার মৃত আব্দুল হকের পুত্র মঈনুল হকসহ কয়েকজন যুবক মঈনুলের বোনকে নিয়ে জরুরি বিভাগে আসেন। এ সময় ওই যুবক তার বোনের চিকিৎসা দেয়া নিয়ে ডা. আবিদুর রেজাকে অনুরোধ করতে থাকেন। এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ওই যুবক উত্তেজিত হয়ে প্রেসার মাপার মেশিন দিয়ে ডা. আবিদুর রেজার উপর ছুড়ে মারেন। তখন হাসপাতালে হট্টগোল শুরু হয়। অবস্থা বেগতিক হলে ওই যুবক তার অসুস্থ বোনকে নিয়ে চলে যায়। এ সময় তার ব্যবহৃত একটি মোটর সাইকেল হাসপাতালের বারান্দায় রেখে যান। বর্তমানে সাইকেলটি হাসপাতাল কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে। এ ঘটনার পরপরই হাসপাতালের সকল চিকিৎসক ও নার্সরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদানসহ ৩ দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন। আর এতে করে বন্ধ হয়ে যায় হাসপাতালে চিকিৎসা সেবা। চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। এ সময় চান মিয়া নামের এক বৃদ্ধ হাসপাতালে শ^াসকষ্ট নিয়ে মারা যান। যদিও পরবর্তীতে বিকেল ৩টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও বাংলাদেশ সেনা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে সদর হাসপাতালের আরএমও ডা. মোমিন উদ্দিন চৌধুরীসহ চিকিৎসক নেতৃবৃন্দকে দোষীদের আইনের আওতায় আনার জন্য আশ্বস্থ করলে চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যার করেন।
চিকিৎসক ও নার্সদের ৩ দফার মধ্যে ছিল, স্থায়ী নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পরিমান আনসার ও পুলিশ ক্যাম্প স্থাপন, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং যথাযথ বিচার নিশ্চিত করণ এবং জরুবি বিভাগসহ সকল বিভাগে দর্শনার্থী, বহিরাগত, দালাল, হাকার নিয়ন্ত্রণ করে কাজের সুষ্ঠু পরিবেশ তৈরী করা।
সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুমিন উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে এসে একজন দুর্বৃত্ত ডাক্তারের ওপর অতর্কিত হামলা চালায়। এটি ন্যাক্কারজনক। এ ঘটনায় ডাক্তার, নার্সসহ কর্মকর্তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আমরা হামলাকারীকে গ্রেফতারের দাবি জানাই। সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা এসে হামলাকারীকে গ্রেফতারের আশ্বাস দিলে কর্মবিরতি আপাতত প্রত্যাহার করি। এদিকে হামলাকারী যুবকের ভাই এনামুল হক জানান, আমাদের ছোট বোনের শ^াসকষ্টের সমস্যা নিয়ে আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু চিকিৎসক তাকে না দেখেই ব্যবস্থাপত্র সরবরাহ করেন। এ নিয়ে তার বড় ভাই মঈনুল হক ডাক্তারকে তার বোনের প্রেসার চেক করতে অনুরোধ করেন। কিন্তু এতে ডাক্তার ক্ষিপ্ত হয়ে উঠলে মঈনুল ডাক্তারের টেবিলে থাকা প্রেসার মাপার মেশিনটি ছুড়ে মারে। পরে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে তার বোনকে নিয়ে অন্য একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করান।
তারা এ ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানান। গতকাল রাত ৯টায় ডাঃ আবেদুর রেজা বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com