স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা এম.এ মান্নান চৌধুরী (এমসি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন এর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক কামাল উদ্দিন এর যোগদানের পর থেকেই স্কুলের টাকা আত্মসাৎ, সার্টিফিকেট বানিজ্য, নিয়োগ বানিজ্য, দায়িত্বে অবহেলা, প্রভাব খাটানোসহ একের পর এক মনগড়া সিদ্ধান্ত, বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা, অদূরদর্শিতা ও নানা অনিয়মের কারণে দীর্ঘদিন ধরেই তাকে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। জানা গেছে, সর্বশেষ ২০১৮ সালে স্কুলের আয়-ব্যায়ের হিসাব দিয়েছিলেন তিনি। সে বছর ২ লক্ষ ১৬ হাজার টাকার গড়মিল দেখা দেয়। এ সময় স্কুলের টাকা আত্মসাৎ, দীর্ঘদিন যাবৎ অনুনোমোদিত ছুটি ভোগ, বিদ্যালয়ে না এসে হাজিরা খাতায় স্বাক্ষর প্রদান, দায়িত্ব পালনে অবহেলা, স্বেচ্ছাচারিতা, ম্যানেজিং কমিটির সভাপতির সাথে অসদাচরণ ও ঔদ্বত্যপূর্ণ আচরণ, ম্যানেজিং কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত না মেনে মনগড়া রেজিউলিশন লেখা ও অন্যন্য শিক্ষকদেরকে ভয়-ভীতি প্রদর্শন ও হুমকি ধামকি প্রদানসহ নানা অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আত্মসাৎকৃত ২ লক্ষ ১৬ হাজার টাকা স্কুলের ফান্ডে জমা দেয়ার কথা থাকলেও কোন টাকা জমা দেননি তিনি। তার অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও জেলা শিক্ষা অফসারের কাছে অভিযোগ দিলেও প্রতিকার মিলেনি। অনিয়ম-দূর্নীতির অভিযোগে স্কুলের গভর্নিং বডির সদস্য আব্দুল রকিব তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক কামাল উদ্দিনের বিভিন্ন আর্থিক অনিয়ম ও দায়িত্বে অবহেলার প্রতিবাদ করায় বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাসুম পারভেজকে বিভিন্ন সময় শারীরিক, মানসিক ও তার বেতন-ভাতা বন্ধের হুমকি দেন তিনি। এ বিষয়ে বেশ কয়েকবার সিনিয়র শিক্ষক ও ম্যানেজিং কমিটিকে অবগত করেও কোন প্রতিকার পাননি মানুম পারভেজ। ২০১৫-১৬ সালে ম্যানেজিং কমিটি কর্তৃক পরিচালিত হিসাব নিরীক্ষা করে প্রায় ৩ লক্ষ টাকা আত্মসাতের প্রমান পাওয়া যায়। এর মধ্যে বিদ্যালয় তহবিলে ৬৫ হাজার টাকা জমা করেন তিনি। ২০১৭ সালে বিদ্যালয়ের আয়-ব্যায়ের কোন হিসাব করতে দেয়া হয়নি। ২০১৮ সালে ম্যানেজিং কমিটি কর্তৃক পরিচালিত তদন্ত কমিটি প্রায় ২ লক্ষ টাকা আর্থিক অনিয়মের সত্যতা পায়। পরে ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর আর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলাসহ নানা অনিয়মের কারণে প্রধান শিক্ষককে সাময়িক বহিস্কার করা হয়। পরবর্তীতে বকেয়া টাকা পরিশোধের শর্তে তাকে আবার চাকরীতে পূনর্বহাল করা হলেও এখন পর্যন্ত বকেয়া টাকা পরিশোধ করেন নি তিনি। এছাড়া গত ৫ বছরে স্কুলের আয়-ব্যায়ের কোন হিসাবও দেন নি তিনি। বিদ্যালয়ে পূণরায় যোগদানের পরপরই তিনি প্রায় ৭০ হাজার টাকা উত্তোলন করেন। বিধি মোতাবেক বিদ্যালয়ের আয় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের মাধ্যমে ব্যাংকে যাওয়ার কথা থাকলেও তিনি একাই সমস্ত আয় খেয়াল খুশিশমতো জমা দেন। এছাড়া ২০২৩ সালে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, আয়া, নিরাপত্তাকর্মীসহ মোট ৬টি পদের নিয়োগে স্বজনপ্রীতি করে চাকুরী প্রদানসহ নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে। উক্ত বিদ্যালয়ের পড়ালেখার মান নিয়েও শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে রয়েছে চরম অসন্তোষ। প্রধান শিক্ষকের নানা অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক কামাল উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে, তার উপড় আনিত অভিযোগ মিথ্যা দাবী করেন।