স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাবেদুল ইসলাম নিয়মনীতির তোয়াক্কা না করে স্কুল পরিচালনা করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য মোছাঃ নাসরিন আক্তার রিজু গতকাল বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, বিদ্যালয়ের সভাপতির ছত্রছায়ায় প্রধান শিক্ষক তাবিদুল ইসলাম এ অনিয়ম করে আসছেন। সম্প্রতি ম্যানেজিং কমিটি ও এলাকাবাসী কাউকে না জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাবেদুল ইসলাম পরিবেশ বান্ধব ২শ গাছ আলমগীর মিয়া নামে এক জনৈক্য ব্যক্তির নিকট বিক্রি করে ফেলেন। তবে এ গাছগুলো এখনও কাটা হয়নি। এছাড়া বিদ্যালয়ের একটি টিনসেট ঘর জনৈক্য আমির আলীর নিকট বিক্রি করে দেন এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি প্রতিষ্ঠাতাসহ কাউকে না জানিয়ে স্কুল ক্যাম্পাস বীজতলা হিসাবে লিজ দিয়ে দেন। যা শিক্ষার পরিবেশ বিনষ্ট করেছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক তাবেদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি গাছ বিক্রির কথা স্বীকার করে বলেন, সাড়ে ৩ লাখ টাকা দিয়ে গাছগুলো বিক্রি করা হয়েছে। তবে বনবিভাগ এবং শিক্ষা অফিসের অনুমোদন সাপেক্ষে গাছ গুলো কাটার অনুমতি দেয়া হবে। তিনি বলেন, বিদ্যালয় ক্যাম্পাসে নতুন মাটি ভরাট করা হয়েছে। ক্যাম্পাসটি সমতল করার জন্য বরাদ্দ না থাকায় এলাকার সুরুজ মিয়া নমে এক ব্যক্তি নিজ দায়িত্বে মাঠকে সমান করে দেয়ার দায়িত্ব নেন। পরে তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির নিকট থেকে ১৫ দিনের জন্য বীজতলা হিসাবে ব্যবহার করার জন্য দাবী জানালে যেহেতু তিনি অনেক টাকা খচর করে মাঠটি সমতল করে দিয়েছেন সেহেতু তাকে মৌখিক অনুমতি দেয়া হয়।