স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার সময় নবীগঞ্জ শহরে এক ধর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে শেষ হয়।
পথ সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ আলিফ উদ্দিন আহমেদ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামছুজ্জামান এর পরিচালনায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিদুল করিম মজিদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, পশ্চিম বড় ভাকৈর বিএনপির সভাপতি শাহেদ তালুকদার, নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া, বিএনপির নেতা অলিউর রহমান অলি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, আল-আমিন আহমদ, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাজু আহমেদ, রাজু চৌধুরী, রাজ্জাক মিয়া, দুলাল আহমদ, জাকির হোসেন, পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক অনিক আহমদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আতাউর রহমান শামীম, শাকিল আহমদ, মারুফ আহমদ চৌধুরী, সেচ্ছাসেবক দলের নেতা হৃদয়, আলী হোসেন, ছাব্বির, ইকবাল, জুয়েল মিয়া, ইমন, রাসেল, মোহন প্রমুখ। পথ সভা শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্টানটি শেষ হয়।