স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে উত্তাল খোয়াই নদীতে জ্বালানী কাঠ ধরতে গিয়ে শামসুল হক (৪০) নামের এক ব্যক্তি তলিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল প্রায় ৮ টায় গাজীপুর ইউনিয়নের মোকামঘাট নামক স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানান, গোবরখলা গ্রামের উসমাইন্না বাড়ির শামসুল হক খোয়াই নদীর মোকামঘাট এলাকায় নদী থেকে জ্বালানীকাঠ আটক করতে নদীতে ঝাপ দেয়। গত ২ দিনের প্রবল বর্ষনে খরস্রোতা খোয়াই নদীতে বান ডাকে। শামসুল হক বানের পানিতে ভেসে আসা জ্বালানী কাঠ ধরতে নদীতে নেমেছিলো। তার মরদেহের সন্ধান এখনো মেলেনি।