মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে দুঃস্থ নারী কর্মীদের মধ্যে এলজিইডি কর্তৃক সঞ্চয়ের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় দুস্থ নারী কর্মীদের হাতে চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলামসহ উপজেলা প্রকৌশলীর দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) এর আওতায় ১শ ৫১ জন দুস্থ নারী কর্মীদের ৪ বছরের সঞ্চয়কৃত জনপ্রতি ১ লাখ ২০ হাজার ৫শ টাকার চেক প্রদান করা হয়। উল্লেখ্য, এ প্রকল্পটি ২০২০ সালের মে মাসে শুরু হয়ে শেষ হয় ২০২৪ সালের এপ্রিল মাসে।