হবিগঞ্জের সু-পরিচিত কণ্ঠ শিল্পী শাহ্ সুলতান রিয়াজ এবার আসছেন একুশে টিভি’র পর্দায়। তিনি আজ রাত ২.৩০ মিনিটে একুশে টিভি’র ভিন্ন ধারার গানের অনুষ্ঠান “বাউলা অন্তর” এ গান গাইবেন। অনুষ্ঠানটি হবিগঞ্জবাসীকে উপভোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন রিয়াজের বন্ধুরা।