শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হামিদা সিরাজ ফাউন্ডেশনের উদ্যোগে প্রজেক্ট স্বপ্নপূরণের আওতায় ৬ষ্ঠ ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল ১৮ আগষ্ট রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুর গ্রামের রিকশা চালক আল-আমিন কে এই ঘর হস্তান্তর করা হয়। ঘর হস্তান্তর করার সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদ জালাল উদ্দীন রুমি, উপাধ্যক্ষ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজ হবিগঞ্জ, মোহাম্মদ নাসির হোসাইন তানভীর, সদস্য মোঃ সৈয়দ মিয়া, শহিদুল ইসলাম, আব্দুল কাহার রাফি, সেলিম আহমেদ, তোফাজ্জল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, হামিদা সিরাজ ফাউন্ডেশন ২০২২ সাল থেকে সমাজের হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বেশ কিছু প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। এর মধ্যে চিকিৎসা সহায়তা প্রদান, স্বাবলম্বী, শিক্ষা সহায়তা ও স্বপ্নের ঘর অন্যতম। সংগঠনটির সমন্বয়ক নাসির হোসাইন তানভীর জানান তাদের প্রজেক্ট স্বপ্নপূরণ প্রকল্পের আওতায় ছয়টি ঘর হস্তান্তর সম্পন্ন হয়েছে। খুব শিঘ্রই পরবর্তী ঘরের কাজ শুরু হবে। এছাড়া আরো বেশকিছু যুগান্তকারী প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে হামিদা সিরাজ ফাউন্ডেশন।