প্রেস বিজ্ঞপ্তি ॥ পূবালী ব্যাংক লিঃ আঞ্চলিক কার্যালয় মৌলভীবাজার এর উদ্যোগে গতকাল শনিবার পূবালী ব্যাংক লিঃ বার লাইব্রেরী শাখায় “ঋণ শ্রেনীকরণ ও পুনঃতফসীলীকরণ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিঃ মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান আহ্মদ এনায়েত মনজুর। বার লাইব্রেরী শাখার শাখা প্রধান মোঃ নোমান মিয়ার উপস্থাপনায় এতে রিসোর্স পার্সন হিসেবে নির্ধারিত বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের ঋণ প্রশাসন, তদারকি ও আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবু সাঈদ সিদ্দিকী, সহকারী মহা-ব্যবস্থাপক শক্তি রঞ্জন দাস এবং প্রিন্সিপাল অফিসার মোঃ মতিউর রহমান। কর্মশালায় পূবালী ব্যাংকের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মোট ৩৪টি শাখার শাখা প্রধানগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আঞ্চলিক কার্যালয় ও বার লাইব্রেরী শাখার কর্মকর্তাগণসহ মোট ৮৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে সভাপতি ও অঞ্চল প্রধান “ঋণ শ্রেনীকরণ ও পুনঃ তফসীলীকরণ” শীর্ষক কর্মশালাকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে একটি অতীব গুরুত্বপুর্ণ কর্মশালা হিসেবে অভিহিত করেন। তিনি ঋণ শ্রেনীকরণ ও পুনঃতফসীলীকরণ সংক্রান্ত নিয়ম-কানুন পুরোপুরি অনুসরন করে কোন ঋণ যাতে নতুনভাবে শ্রেনীকৃত না হয় সেজন্য অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করার জন্য সকল শাখা প্রধান ও কর্মকর্তাদের প্রতি আহবান জানান।