বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুটি হত্যা মামলায় সাবেক মেয়র সেলিম কারাগারে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় কিবরিয়া ব্রিজ এলাকায় “মকসুদ-ফজিলা প্লাজা” মাকের্টের সামনে অবৈধভাবে উচু দেয়াল নির্মাণের অভিযোগ শায়েস্তাগঞ্জে ভেজাল মসলায় সয়লাব ॥ প্রতারিত ক্রেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষেরঘটনায় শায়েস্তাগঞ্জে ১১৬ জনের নামে আরও একটি মামলা দায়ের ঝাঁকঝমকপূর্ণ অনুষ্ঠানে দৌলতপুর প্রবাসী ফাউন্ডেশনের শুভ উদ্বোধন পিলখানা হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও চাকুরী পূনর্বহালের দাবিতে হবিগঞ্জে মানববন্ধন মাধবপুরে বিএনপির সভা দীঘলবাকের বিভিন্ন বাজারে বর্জ্য ব্যবস্থাপনায় শেভরনের সহায়তা নবীগঞ্জে স্বামীর লাথিতে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু ॥ ঘাতক মাহমুদ আটক

নবীগঞ্জে সেনাবাহিনীর হস্তক্ষেপে ইংল্যান্ড প্রবাসীর জায়গা উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে এস. এম সাহিদুর রহমান ও সাজ্জাদুর রহমান নামের ২ ব্যক্তির কবল থেকে দীর্ঘ অনেক বছর এক ইংল্যান্ড প্রবাসীর মূল্যবান জায়গা উদ্ধার করে দিয়েছে সেনাবাহিনী। গত ১৩ আগস্ট মঙ্গলবার সেনাবাহিনীর ৬৪ ইষ্ট বেঙ্গল নবীগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম ভূইয়ার নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি টিম ওই জায়গাটি উদ্ধার করে জায়গার প্রকৃত মালিক শেখ মোঃ আব্দুল গফুর এর নিকট হস্তান্তর করে। জানা যায়, নবীগঞ্জ পৌর শহরের প্রাণ কেন্দ্র নতুন বাজার মোড় সংলগ্ন কর্মকারপট্টির “স্বপ্ন” শপ শো-রুম এর পাশে অবস্থিত ইংল্যান্ড প্রবাসী শেখ মোঃ আব্দুল গফুর এর ২ শতক জায়গা রয়েছে। তিনি ইংল্যান্ড থাকার সুবাধে তার ভাগ্নে এস. এম সাহিদুর রহমানকে এই জায়গাটি দেখাশোনার দায়িত্ব দেন। এক পর্যায়ে সাহিদুর রহমান ও তার ভাই সাজ্জাদুর রহমান গংরা ওই দোকানের জায়গাটি দখল করে নেয়। এমন খবর পেয়ে জায়গার মালিক শেখ মোঃ আব্দুল গফুর তার জায়গা তাকে বুঝিয়ে দেয়ার জন্য সাজ্জাদুর রহমান গংকে অনুরোধ করলে তারা বিভিন্নভাবে সময়ক্ষেপন করতে থাকেন। এক পর্যায়ে সাজ্জাদুর রহমান বাদী হয়ে জায়গার মালিক শেখ মোঃ আব্দুল গফুর এর বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। পরে আদালতে মামলাটি মিথ্যা প্রমানিত হয়। মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ার পর শেখ মোঃ আব্দুল গফুর ইংল্যান্ড চলে যান। পরবর্তীতে সাজ্জাদুর গংরা উচ্চ আদালতে আপীল দায়ের করে। সেখানেও মামলাটি মিথ্যা বলে প্রমানিত হয়। কিন্তু জায়গাটি থেকে যায় সাজ্জাদুর গংদের দখলে। সেখানে সাজ্জাদুর রহমান মায়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল নামীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে। অবশেষে বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবীগঞ্জ থানায় দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর (৬৪ ইষ্ট বেঙ্গল) ক্যাম্প বরাবরে শেখ মোঃ আব্দুল গফুর অভিযোগ দায়ের করলে প্রবাসী শেখ আব্দুল গফুর এঁর বিষয়টি অতি গুরুত্ব সহকারে বিবেচনা করে সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে গত ১৩ আগস্ট বেলা ২টায় সেনাবাহিনীর হস্তক্ষেপে ৬৪ ইষ্ট বেঙ্গল নবীগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম ভূইয়া ও তাদের টিম কর্তৃক জবরদখলকারীদের কবল থেকে মায়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর ভূমি ও চাবি উদ্ধার করে ভূমির প্রকৃত মালিককে জায়গাটি সমজিয়ে দেয়া হয়। এ সময় প্রবাসী শেখ আব্দুল গফুর আর কিছু জায়গা প্রভাবশালীদের দখলে রয়েছে বলে জানালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম ভূইয়া ওই জায়গা গুলোও পরবর্তীতে উদ্ধারের আশ্বাস দেন। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের “আদর্শ গ্রাম” রাইয়াপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শেখ মোঃ আব্দুল গফুর (৬৮) বলেন, তিনি স্বপরিবারে যুক্তরাজ্যে বসবাস করেন, এরই সুবাদে তাঁর এই ব্যবসা প্রতিষ্ঠান ও ভূমি দেখা শোনার দায়িত্ব দেন তারই আপন ভাগিনা উপজেলার ৮নং সদর ইউনিয়নের সরিষপুর গ্রামের আকলিছ মিয়ার পুত্র সাজ্জাদুর রহমান এর নিকট। কিন্তু তাঁর ভাগ্নে দীর্ঘ অনেক বছর ধরে তার মালিকানাধীন ভূমি ও উক্ত ট্রাভেলস জবরদখল করে তাঁকে আবার উল্টো হুমকি ধামকি দিয়ে নানাভাবে হয়রানি করে আসছিলেন, এনিয়ে তিনি বিভিন্ন মহলে ধর্ণা দিয়ে ও প্রভাবশালী ভাগিনা ও তার লোকজনের কবল থেকে তার এই সম্পদ উদ্ধারে ব্যর্থ ছিলেন। তিনি বলেন, আমার আরও অনেক দোকান রকম ভিট বিক্রিতেও এবং আমার বাসা ও বাসার পিছনের দোকানে তাদের কু-দৃষ্টি রয়েছে। এ ঘটনার সত্যতা শিকার করলেন ৬৪ ইষ্ট বেঙ্গল নবীগঞ্জ ক্যাম্প এর নবীগঞ্জ থানায় কর্মরত সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম ভূইয়া। এ ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এই প্রবাসী ও তার পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com