মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-মাধবপুরের হিন্দু-মুসলমানের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রতির বন্ধন রয়েছে তা অটুট থাকবে। কোন অপশক্তিই আমাদের মধ্যে ফাঁটল ধরাতে পারবে না। মাধবপুর বাজার একটি বৃহৎ বাজার। এর সুযোগ-সুবিধা বাড়ানো দরকার। ব্যবসার সুষ্ঠু পরিবেশ সৃষ্টিতে সব ধরনের সহযোগিতা করা হবে। দেশের একমাত্র নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনুছ সাহেব’র নেতৃত্বে অন্তবর্তীকালিন সরকার দেশের সংকট কাটিয়ে উঠার জন্য কাজ শুরু করেছে। আমাদের উচিৎ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে সহযোগিতা করা। তিনি আরও বলেন বিগত সরকার বিদায় নিলেও তার অনুসারিরা রয়ে গেছে। তারা দেশে বিশৃংখলা সৃষ্টি করার জন্য হিন্দু সম্প্রদায়সহ নিরীহ লোকজনের উপর হামলা ও লুট করার অশুভ পায়তারা করছে। তাদের সর্ম্পকে আমাদের সজাগ থাকতে হবে। তারা যেন বিশৃংখলা সৃষ্টি করে ফায়দা হাসিল করতে না পারে। বুধবার রাতে মাধবপুর বাজারে ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথাগুলো বলেন। এ সময় পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মনোজ কুমার পাল, সাবেক কাউন্সিলর অজিত কুমার পাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ হরিশ চন্দ্র দেব, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন আল রনি, সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জগদিশ চন্দ্র ঘোষ, অনন্ত রায়, বাবুল রায়, সুজিত পাল, পংকজ কুমার সাহা, সঞ্জিত রায়, গোপাল সরকার, অঞ্জন বনিক, সুজন রায়, পরিতোষ পাল ভলুসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।