শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দালালসহ গ্রেফতার ৩ মৃত্যুর ২ দিন পর চুনারুঘাটের জহুর আলীর লাশ হস্তান্তর শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক আগামী মঙ্গলবার পইল ঐতিহ্যবাহি মাছের মেলা নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা শহরের যানজট নিরসনে গুরুত্ব দিয়ে কাজ করবে পৌরসভা নবীগঞ্জ-রুদ্রগ্রাম রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন মাধবপুরে জাতীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০

বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তোফাজ্জুল মিয়ার স্ত্রীর পাশে নেই কেউ ॥ মেহেদীর রং শুকিয়ে যাবার আগেই স্বামীকে হারান শাহিনা

  • আপডেট টাইম বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৭৩ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তোফাজ্জ্বল মিয়ার স্ত্রীর পাশে নেই কেউ। মেহেদীর রং শুকিয়ে যাবার আগেই স্বামীকে হারিয়েছেন স্ত্রী শাহিনা। প্রিয় স্বামীর স্মৃতি আগলে রেখে বাকি জীবনটাও কাটিয়ে দিতে চান তিনি। সাহিনার স্বামী তোফাজ্জুল মিয়া (২২)। পেশায় রং মিস্ত্রি। ৫ আগস্ট-২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যখন ডাক দেন অহিংস মিছিলের। তখন কাজে যোগ না দিয়ে মাতৃভূমিকে স্বৈরশাসনের কবল থেকে রক্ষা করতে ছাত্র-জনতার সাথে মিছিলে যোগ দেন। মিছিল করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত তোফাজ্জুল মিয়া উপজেলা সদরের জাতুকর্ণ পাড়া গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, তোফাজ্জুল মিয়া পরিবারের হাল ধরতে লেখাপড়া বাদ দিয়ে রং মিস্ত্রি কাজে যোগ দেন। ৩ ভাই ও ১ বোনের মধ্যে সে সবার ছোট। নাম প্রকাশে অনিচ্ছুক এক তরুণ জানান, প্রায় দেড়মাস আগে তোফাজ্জুল মিয়া নিজের পছন্দে বিয়ে করেন একই এলাকার আব্দুল গণির কন্যা শাহিনা আক্তার (২০) কে। তোফাজ্জুল এর মা-বাবা এ বিয়ে মেনে নেননি। ফলে নতুন স্ত্রীকে নিয়ে ওঠেন ভাড়া বাসায়। এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে মিছিলে গিয়ে নিহত হন তোফাজ্জুল মিয়া। এতে নববধু শাহিনার জীবনে নেমে আসে ঘোর অমানিশা। তিনি স্বামীর শোকে পাথর। তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ যে সহযোগিতা দিচ্ছেন তা গ্রহণ করেছেন তোফাজ্জুল এর মা-বাবা। বঞ্চিত হচ্ছেন নববধু শাহিনা আক্তার। সদ্য বিবাহিত বিধবার ব্যাপারে দ”ষ্টি রাখতে দেশবাসীর অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com