প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত দিনব্যাপী উপজেলা নির্বাহী সদস্যদের নিয়ে এক শিক্ষা বৈঠকের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকাল থেকে এ শিক্ষা বৈঠক জামায়াত কার্যালয়ে অনুষ্টিত হয়। শ্রমিক কল্যাণের হবিগঞ্জ জেলা সভাপতি প্রভাষক ছাদিকুর রহমানের সভাপতিত্বে জেলা সেক্রেটারী মীর জমিলুন্নবী ফয়সলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট বিভাগীয় সেক্রেটারী শাহজাহান আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশাহিদ আলী প্রমূখ। শিক্ষা বৈঠকে হবিগঞ্জ জেলার ৭টি উপজেলার থেকে সংগঠনের সভাপতি সেক্রেটারী সহ নির্বাহী পরিষদের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।