স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে ৩ কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেছেন বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক নেতৃবৃন্দ। গতকাল শনিবার সকালে বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও সিইও বিশিষ্ট অর্থনীতিবিদ মুশতাক আহমদ সিএ জনাব আলী ডিগ্রি কলেজের ১ম বর্ষ ও ২য় বর্ষের ক্লাশে ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষার পরিবেশ ও প্রতিবন্ধকতা বিষয়ে মতবিনিময় করেন। শেষে কলেজ শিক্ষক মিলনায়তনে সমস্যা সমাধানে কলেজ অধ্যক্ষ সাফিউজ্জামান খান সহ প্রভাষকদের মতামত গ্রহণ করেন। দুপুরে বানিয়াচং এডুকেশন নেটওয়ার্ক (বেন) নেতৃবৃন্দ সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর নবম ও দশম শ্রেণীর ক্লাশের ছাত্র-ছাত্রীদের প্রযুক্তি শিক্ষা গ্রহণে সমস্যাদি বিষয়ে অবগত হন। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ বশীর উদ্দিন আহমদসহ শিক্ষকদের সাথে করণীয় বিষয়ে মতামত গ্রহণ করেন এবং ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় উপকরণ প্রদানের আশ্বাস দেন বিশিষ্ট অর্থনীতিবিদ মুশতাক আহমদ সিএ। বেলা ১টায় বেন নেতৃবৃন্দ সুফিয়া মতিন মহিলা কলেজের ১ম বর্ষ ও ২য় বর্ষের ক্লাশে পৃথক পৃথকভাবে ছাত্রীদের শিক্ষার মান সহ সমস্যাদি বিষয়ে মতামত গ্রহণ করেন। শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ছালামত আলী খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, মুশতাক আহমেদ সিএ, প্রভাষকদের মধ্যে ফেরদৌসী রহমান, কবির হোসেন, রজত কান্তি দাস, তামান্না আক্তার মিয়াজী, মোস্তাফিজুর রহমার সর্দার, রহমাতুল বারী, জাহাঙ্গীর আলম, নাজিয়া তাবাসসুম, লাতাকনু আক্তার, বিনয় চন্দ্র গোপ, দেবু ভট্টাচার্য্য, সৈয়দা জহুরা খাতুন, শিবানী সূত্রধর, সফিকুল হোসেন, মহিবুর রহমান, প্রভাষক মোহাম্মদ আলী, লাইব্রেরীয়ান শিপন আক্তার, শাহ আলম, আরশাদ ফজলে খোদা প্রমুখ।
সভায় বেন এর সিইও মুশতাক আহমেদ কলেজের ছাত্র-শিক্ষকদের জরুরী চাহিদা পুরণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।