বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

জেলা বিএনপির গণদোয়া মাহফিলে জিকে গউছ ॥ ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে

  • আপডেট টাইম সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- বিএনপি প্রতিহিংসায় বিশ্বাস করে না। বিএনপি প্রতিহিংসা পরায়ন দল নয়। বিগত ৬টি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় শেখ হাসিনার বন্দিশালায় বন্ধি ছিলেন। বিনা চিকিৎনায় খালেদা জিয়া মৃত্যু পথযাত্রী। খালেদা জিয়া মুক্তি পেয়েই দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। তিনি গতকাল রবিবার বিকালে শায়েস্তানগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে জেলা বিএনপির গণদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মহান শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় এই গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জি কে গউছ বলেন- হুলিয়া মাথায় নিয়ে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মামলা খেয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। আমাদের অনেক ভাই মিছিলে সভা-সমাবেশে শহীদ হয়েছেন। তারপরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ধৈর্য ধরেছি। জনগণের জানমাল রায় আমরা কাজ করছি। বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে আছে।
তিনি বলেন- যারা বিগত ১৫টি বছর জনগণের টাকা লন্ঠন করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, সেই টাকা দিয়ে এখন ধর্মীয় ব্যানার দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বিনীত অনুরোধ করছি, সেই পথ পরিহার করুণ। আসুন, আমাদের ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্যবিরোধী যে আন্দোলন গড়ে তুলেছে তাদের পাশে দাঁড়াই।
জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সফিকুর রহমান চৌধুরী ফারছু, এডভোকেট শামছু মিয়া চৌধুরী, এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, ইসলাম তরফতার তনু, হাজী এনামুল হক, এডভোকেট এনামুল হক সেলিম, এডভোকেট কামাল উদ্দিন সেলিম ও আব্বাস উদ্দিন, সদস্য এম জি মোহিত, আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, সৈয়দ রিয়াজ উদ্দিন, মেয়র ফরিদ আহমেদ অলি, প্রফেসর এনামুল হক, আজিজুর রহমান কাজল, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সরফরাজ চৌধুরী, আবু তাহের, মুজিবুল হাসান মারুফ, নকীব ফজলে রকিব মাখন, শামছুল আলম, এডভোকেট মীর সিরাজ আলী, হোসাইন আহমেদ রাজন, দিদার আলী, এডভোকেট হাবিবুর রহমান, শামছুল আলম, আলী আহমেদ জনফুল, খালেদুর রশিদ ঝলক, শামছুল ইসলাম কামাল, হামিদুর রহমান হামদু, চৌধুরী ফজলে ইমাম সুমন, গোলাফ খান, আলাউদ্দিন আল রনি, আজম উদ্দিন, এডভোকেট মনিরুল ইসলাম, এডভোকেট আফজাল হোসেন, হাবিবুর রহমান, মুজিবুর রহমান মুজিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মুহাইমিন চৌধুরী ফুয়াদ, মোর্তুজা আহমেদ রিপন, হাজী আব্দুল মজিদ, ছমির আলী, মিজানুর রহমান শাকিম, সৈয়ত ধন মিয়া, ফজলুল করিম মেম্বার, ফারুক মেম্বার, আবাস উদ্দিন, নিজামুল ইসলাম বেলাল, শেখ ফরিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন আহমেদ, মজিদুর রহমান মজিদ, সৈয়দ মতিউর রহমান পিয়ারা, ছালেক মিয়া, নরুল আমিন, তৌহিদুল ইসলাম, আনোয়ার হোসেন মিঠু, হাফেজ আব্দুর রকিব, এনামুল হক এনাম, আব্দুল হাই শিবলু, আব্দুল করিম সরকার, আব্দুল জলিল, মোশাররফ হোসেন বাবুল, ইসমাইল হোসেন সরষ, জসিম উদ্দিন, আলী আহমেদ, মাসুকুর রহমান মাসুক, হাজী পিরোজ মিয়া, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা কৃষকদলের সদস্য সচিব মফিজুর রহমান বাচ্চু, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক শরীফ, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, মিজানুর রহমান সুমন, হবিগঞ্জ জেলা মৎস্যজীবি দলের সভাপতি এডভোকেট মুদ্দদ আহমেদ, সাধারণ সম্পাদক ফার”ক আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিমু আক্তার চৌধুরী, ওলামাদলের সভাপতি ক্বারী কবির হোসেন, সাধারণ সম্পাদক কাশেম বিল্লাহ, আরব আলী, আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল, এডভোকেট খন্দকার শাহিন, এডভোকেট এস এম আলী আজগর, এডভোকেট ফয়সল আহমেদ চৌধুরী, এডভোকেট গুলজার খান, এডভোকেট আছকিরুজ্জামান, এডভোকেট লেলিনুজ্জামান, এডভোকেট সৈয়দ জাদিল আহমেদ, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট কুতুব উদ্দিন জুয়েল প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com