প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বাদ এশা মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদ হবিগঞ্জের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়ার আসন্ন হজ্বব্রত পালন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
আলহাজ্ব মাওলানা আব্দুল মতিন আলকাদরীর সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক কাজী মাওলানা এম এ জলিলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূতপূর্ব অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুল হক চৌধুরী, মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মুফতি আব্দুল মজিদ পিরোজপুরী, মাওলানা কাজী নাজমুল হোসেন, মুফতি তাহির উদ্দিন সিদ্দিকি, মাওলানা সৈয়দ আজহার আহমেদ, মাওলানা মইনুদ্দিন আশরাফি, কাজী মাওলানা জসীম উদ্দিন, মাওলানা আব্বাস আলী, মাওলানা আবু তৈয়ব, হাফেজ এবাদুল হক চৌধুরী, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ, মাওলানা কাজী কামাল হোসেন, আলহাজ্ব আব্দুস শহীদ সালেহ, আলহাজ্ব মফিজুর রহমান টিটু প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, প্রিয় নবীর রওজা মোবারক স্থানান্তনেরহীন চক্রান্তের বিরুদ্ধে বিশ্ব সুন্নী মুসলীমকে সীসা ঢালা প্রাচীর তৈরি করে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এই পরিকল্পনার হোতাদেরকে আর্ন্তজাতিক আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। মিলাদ ও মোনাজাতের পূর্বে জেলা কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে সভাপতিকে ফুলের তোড়া ও স্মৃতিস্মারক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় আলহাজ্ব মোঃ রইছ মিয়া যাতে হজ্জ্বের কার্যাদি সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন সেই লক্ষ্যে সকলের কাছে দোয়া কামনা করেন। হজ্জ্বে গমনকারীদের উদ্দেশ্যে সবশেষে মোনাজাত পরিচালনা করেন হবিগঞ্জ আলিয়া মাদ্রাসার ভূতপূর্ব অধ্যক্ষ আলহাজ্ব শফিকুল হক চৌধুরী।