আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গাঁজা সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে কাশিমনগর পুলিশ ফাঁড়ির লোকজন। আটক পাচারকারীর নাম গিয়াস উদ্দিন (২৫)। সে চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের নাসির মিয়ার ছেলে। পুলিশ জানায়, গতকাল সকাল ৭টার দিকে একটি স্কুল ব্যাগে করে গাঁজা নিয়ে সে বাজার তেমুনিয়ায় অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সাইফুল ইসলাম অভিযান চালিয়ে ৩কেজি গাঁজাসহ তাকে আটক করেন। তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।