রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

হবিগঞ্জে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা ॥ কমছে পণ্যের দাম

  • আপডেট টাইম শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজার মনিটরিং করছেন বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীরা। এতে কমতে শুরু করেছে পণ্যের দাম। তাদের এমন উদ্যোগে খুশি সাধারণ মানুষ। শিক্ষার্থীদের সাথে এ সময় সেনাবাহিনীকেও সহযোগিতা করতে দেখা গেছে। গতকাল শুক্রবার (৯ আগস্ট) শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর বাজার, চাষী বাজার, বগলা বাজারসহ বিভিন্ন বাজার তারা মনিটরিং করেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়। এরপর থেকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে নগরীতে পরিস্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপন, ট্রাফিক না থাকায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন। দেয়ালে আলপনাসহ স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন দিনরাত। এবার তারা বাজার মনিটরিংয়ে কাজে নেমেছেন।
বাজার মনিটরিংয়ের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা জানান, গতকাল শুক্রবার অর্ধশতাধিক শিক্ষার্থী বাজারে এসেছেন। তারা নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে দোকানদারদের অনুরোধ করছেন। কারণ বর্তমানে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষের কষ্ট হচ্ছে।
এদিকে শিক্ষার্থীদের মনিটরিংয়ের ফলে সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। এক দিনের ব্যবধানে সব ধরনের সবজির দাম ৫ থেকে ৭ টাকা কমেছে। প্রতি কেজিতে পিয়াজ ৩০ টাকা, রসুন ২০ টাকা, মাংস ২০-৩০ টাকা কমেছে। অপরদিকে শহরের সাধারণ জনগণ শিক্ষার্থীদের সাধুবাদ ও ধন্যবাদ জানান। তারা দাবি করেন সবজি বাজারগুলো ছিল সিন্ডিকেটের দখলে। সরকার পতনের পর কিছু কিছু জায়গায় সিন্ডিকেট ভেঙ্গে যায়। এতে করে নিত্যপ্রয়োজনীয় মালামালের দর কমতে শুরু করে। এসব অসাধুদের চিহ্নিত করে সিন্ডিকেট প্রথা ভেঙ্গে দেয়ারও দাবি জানানো হয়। প্রতিদিন বাজারে মূল্য নির্ধারণ ও বাজার মনিটরিংয়ের জোরালে দাবি জানিয়ে তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য এভাবে কমতে থাকলে সাধারণ মানুষ নিশ্চিন্তে বাজার করে পরিবার পরিজন নিয়ে চলতে পারবেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com