নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা রক্ষার লক্ষ্যে বিশেষ অভিযান চালিয়েছে স্থানীয় ছাত্র-ছাত্রীরা। যানজট কমানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ থেকে শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এসময় বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ছাড়াও এই অভিযানে অংশ নেয় সচেতন সমাজের সাধারণ মানুষ। সাধারণ শিক্ষার্থী ও জনতা মিলে মিশে উপজেলার বিভিন্ন সরকারি স্থাপনা ও রাস্তায় আবর্জনা স্তূপ পরিস্কার করেন।
এছাড়া গত দুইদিন ধরে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেও দেখা গেছে নবীগঞ্জের শিক্ষার্থীদের। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে থানায় হামলার মাধ্যমে পুলিশ নিহতের ঘটনাও ঘটেছে। বর্তমানে দেশের কোথাও ট্রাফিক পুলিশের কার্যক্রম বিদ্যমান নেই। এই পরিস্থিতিতে সড়কের যান চলাচল নির্বিঘ্ন রাখতে সাধারণ শিক্ষার্থীরা সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। এর আগে থেকে নবীগঞ্জে উপজেলার বিভিন্ন মন্দির রক্ষায় দিন-রাত তারা পাহাড়া দেন তারা।