স্টাফ রিপোর্টার ॥ শচীন্দ্র কলেজের প্রদর্শক রেখা রাণী রায় এর স্বামী শচীন্দ্র দেব এর মৃত্যুতে শচীন্দ্র কলেজর গভর্ণিংবডিসহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে শচীন্দ্র কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ মৃতের আত্মার শান্তি কামনায় ১ মিনিট দাড়িঁয়ে নিরবতা পালন করেন। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা ৬ টায় বার্ধক্যজনিত কারণে শচীন্দ্র কলেজের প্রদর্শক রেখা রাণী রায় এর স্বামী শচীন্দ্র দেব তার নিজ বাসভবন হবিগঞ্জ শহরের কর্মকার পট্টি এলাকায় দেহত্যাগ করেন।