স্টাফ রির্পোটার ॥ কোথাও কোন লুটপাট, চাঁদাবাজি হলে কঠোর হস্তে দমন করা হবে, আমরা চাই সকলের সহযোগিতায় একটি সুন্দর পরিবেশ ফিরে আসুক, রাষ্ট্রীয় কোন সম্পদের ক্ষতি হলে এটা আবার আমাদেরকেই গড়তে হবে, অতএব এ বিষয়টি সবার মাথায় রাখতে হবে। কোথাও কোন বিশৃংখলার খবর পেলে তাৎক্ষনিক বানিয়াচং সেনা ক্যাম্পকে অবহিত করবেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
গতকাল বানিয়াচংয়ের বিশেষ আইন শৃংখলা সভায় একথা গুলো বলেন বানিয়াচংয়ের দায়িত্বপ্রাপ্ত মেজর মাহি চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্ঠা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, বিএনপির সাবেক আহবায়ক ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ মোঃ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখম, মাওলানা মুখলিছুর রহমান, সাংবাদিক এসএম খোকন, বানিয়াচং প্রেসকাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, জীবন আহমেদ লিটন, ছাত্রদলের সদস্য সচিব মোঃ শরীফ উদ্দিন ঠাকুর প্রমুখ। উক্ত সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেজর মাহি চৌধুরী আরো বলেন- বানিয়াচং থানা থেকে কিছু অস্ত্র খোয়া গেছে, আপনাদের কাছে আমার আহবান থাকবে যারা এ অস্ত্রগুলো নিয়ে গেছেন আপনারা নিজ দায়িত্বে বানিয়াচং সেনা ক্যাম্পে জমা দিয়ে যাবেন। কিছু দিনের মধ্যে আমরা এ অস্ত্রগুলো উদ্ধারেও অভিযান চালাবো, তখন কারো কাছে এ অস্ত্রগুলো পাওয়া গেলে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। আর নিজ দায়িত্বে যদি এগুলো জমা দিয়ে যান তাহলে আপনার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না।