স্টাফ রিপোর্টার ॥ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলকে কেন্দ্র করে জনতার হামলায় বানিয়াচং থানা ধ্বংস স্তুপে পরিণত হয়েছে। হামলায় সন্তোষ নামে এক পুলিশ কর্মকর্তা গণপিটুনিতে মর্মমান্তিকভাবে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর পুলিশ কর্মকর্তা সন্তোষের দাশ গাছে ঝুলিয়ে রাখা হয়। গত সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। উল্লেখ্য, গত সোমবার হাজার হাজার আন্দোলনকারীরা মিছিল দিয়ে বানিয়াচং থানা ঘেরাও করে। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের কয়েক দফা সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ মুহুর্মুহু টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে। এতে ৮ জন আন্দোলনকারী নিহত হন। এক পর্যায়ে আন্দোলনকারীদের আক্রমণে পুলিশ থানা ত্যাগ করে আত্মরক্ষা করে। এ সময় বিক্ষুব্ধ আন্দোলকারীরা থানায় আগুন দেয়।