স্টাফ রিপোর্টার ॥ চলমান পরিস্থিতিতে চোরাগুপ্তা হামলার আশঙ্কায় হবিগঞ্জ শহরের প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলিতে পাহারা দিচ্ছেন ব্যবসায়ীবৃন্দ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। ইতিমধ্যে আইন শৃংখলা বাহিনীর টহল না থাকায় বেশ কয়েক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটরাজ চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় নিজ দায়িত্বে পাহারা দিচ্ছেন। গত সোমবার রাতে ব্যবসায়ীসহ বিএনপি নেতাকর্মীদের পাহারায় থাকতে দেখা গেছে। এদিকে গতকাল পুলিশ বাহিনী অনির্দিষ্টকালের কর্মবিরতী ঘোষণা করে। এরপরই ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। তারা অপেক্ষায় রয়েছেন নতুন রাষ্ট্রীয় আদেশে।