স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানাসহ জেলার ৯টি থানা এখন ফাঁকা। চলমান পরিস্থিতির কারণে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কর্মবিরতীর ডাক দেয় পুলিশ বাহিনী। পুলিশ সদস্যরা কর্মস্থল ত্যাগ করায় বিভিন্ন থানা, ফাঁড়ি, কোর্ট, জেলা প্রশাসকের কার্যালয়সহ সরকারি স্থাপনার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদান করেনি। অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতিতে নিরাপত্তা হীন হয়ে পড়েছে বিভিন্ন স্থাপনা।
এদিকে পুলিশের ডাকা কর্মবিরতি সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। চলমান সহিংসতাসহ বিভিন্ন সমস্যায় এখন আর সাধারণ মানুষ আইন শৃংখলা বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন না। বিভিন্ন জিডি এন্ট্রিসহ সাবেক অভিযোগের সমাধান হচ্ছে না।