স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় দিনের মতো শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশনে হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। হামলায় রেল স্টেশরের কাউন্টারসহ বিভিন্ন রুম ভাংচুর করে কম্পিউটারটি নিয়ে গেছে তারা। তারা স্টেশনে সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মুর্যালটিতে ভাংচুর চালায়। এ সময় স্টেশনে রক্ষিত ফ্যান, টিভি, কম্পিউটার ও আসবাবপত্র ভাংচুর এবং লুটপাট করে নিয়ে যায়। লুট হওয়া কম্পিউটারটি দিয়ে যাত্রীদের টিকেট বরাদ্দ করা হতো বলে জানা যায়। সরজমিনে গিয়ে ওই স্টেশনে কোন কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি পাওয়া যায়নি। তান্ডবের ভয়াবহতায় তারা স্টেশনের কোয়ার্টার ছেড়ে অন্যত্র সরে পড়েছেন বলে জানা গেছে।