মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান আবেগ, রাগ, ক্ষোভ ও প্রতি হিংসার বসোভূতি হয়ে কোন প্রকার হিংসাত্মক ও ধ্বংসাত্মক কাজ না করার আহবান জানিয়ে বলেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং সকল ছাত্র-জনতাকে জানাই সংগ্রামী অভিনন্দন। তাদের সংগ্রামের ফলে জাতি ঘাড়ে চেপে বসা ফ্যাসিষ্ট সরকারের বিদায় নিতে হয়েছে।
দেশের এই পরবর্তীত পরিস্থিতিতে আমাদের সকলকে ধৈর্যধারণ এবং সংযত আচরণ করতে হবে। আবেগ, রাগ, ক্ষোভ ও প্রতি হিংসার বসোভূতি হয়ে কোন প্রকার হিংসাত্মক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করা যাবে না। কোন প্রকার সরকারি সম্পত্তি, কারু ব্যক্তিগত সম্পত্তি, ধর্মীয় প্রতিষ্ঠান, হিন্দু সম্প্রদায়সহ সকল সম্প্রদায়ের লোক জনের উপর হামলা বা চাঁদাবাজী করা যাবে না। এ ব্যাপারে সকল জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সজাগ দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আহবান জানাচ্ছি। এ দেশ আমাদের সবার। আসুন একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ মাধবপুর তথা বাংলাদেশ বিনির্মাণে একে অপরকে সহযোগিতা করি।