এটিএম সালাম, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের মাছ ব্যবসায়ী আজমত আলী ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। সোমবার দুপুরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে সেই মৃত্যুবরণ করেন। তার সাথে থাকা মোর্শেদ আলী ও রবি হোসেন বাড়ীতে ফোন করে তার মৃত্যুর খবর জানায়। আজমত আলী নবীগঞ্জ পৌর এলাকার হরিপুর গ্রামের বাসিন্দা। খবর পেয়ে আজমত আলীর স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়েন। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনদের মাঝে শুরু হয় কান্নার রুল। অবুঝ সন্তানদের আহাজারিতে এলাকার বাতাস ভাড়ি হয়ে উঠেছে। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শত শত মানুষ তাদের বাড়িতে গিয়ে নিহতের স্বজনদের শান্তনা দিচ্ছে। রাতেই লাশ বাড়িতে পৌছার খবর পাওয়া গেছে। নিহত আজমত আলীর সাথে থাকা লোকজন জানান, সোমবার দুপুরের খাওয়া দাওয়া শেষে বাসার পাশের দোকানে পান সুপারি খেতে বের হয় আজমত। এ সময় ওই এলাকায় চলমান অসহযোগ আন্দোলনে ত্রিমুখী সংঘর্ষ চলাকালে হঠাৎ একটি গুলি লাগে আজমতের বুকে। সাথে সাথে মাটিতে লুটে পড়ে প্রাণ হারায় আজমত। পরে মৎস্য আড়তের মালিক আছকির মিয়া, তার ভাতিজা মোর্শেদ ও রবি হোসেন স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, নিহত আজমত আলী নবীগঞ্জ পৌরসভার হরিপুর গ্রামের মৃত মজম আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে ঢাকা কাওরান বাজার ও মুগ্ধা এলাকায় আড়ৎ থেকে মাছ খরিদ করে বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে অসুস্থ স্ত্রীর চিকিৎসাসহ জীবন জীবিকা নির্বাহ করে আসছিলেন।