স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর পদত্যাগের ঘোষণায় হবিগঞ্জ শহরে জেলা আওয়ামীলীগের বর্ষিয়ান নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেছেন। অনেকেই জানিয়েছে রোগীবাহী এ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পরিবহনে কৌশলে তারা পালিয়ে যান। গতকাল সোমবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ তথ্য জানা যায়। উল্লেখ্য, গত রবিবার আওয়ামীলীগ, বিএনপি ও আন্দোলনকারীদের সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতাকর্মীরা ভয়ে সদর হাসপাতালে চিকিৎসা না নিয়ে ঢাকা-সিলেট সহ বিভিন্ন জেলায় চিকিৎসা নিয়েছেন।