নবীগঞ্জ প্রতিনিধি ॥ দেশে গণহারে শিক্ষার্থীদের হত্যা ও গ্রেফতারের প্রতিবাদে ও ১ দফা দাবি আদায়ের লক্ষে অসহযোগ আন্দোলনে ছাত্র জনতার ঢল নেমেছিল নবীগঞ্জে। উপজেলার আব্দুল মতিন স্কয়ার গোল চত্ত্বর নামক স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় সময় আন্দোলনকারীরা নবীগঞ্জ জে,কে, মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের ওসমানীরোড হয়ে গোল চত্ত্বরে এসে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীরা আব্দুল মতিন স্কয়ারের গোল চত্ত্ব¡রে দাড়িয়ে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন স্থান থেকে যোগ দেন শিক্ষার্থী, ও সাধারণ জনতা। পরে মিছিলটি আব্দুল মতিন স্কয়ার গোল চত্ত্ব¡র থেকে মধ্য বাজার হয়ে জে,কে, মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এসে সমাপ্ত হয়। শিক্ষার্থীরা জানায়, সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা-মামলা,গুম, খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করা দাবিতে ছাত্র সমাজের ১ দফা দাবিতে বাস্তবায়নে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। পরে শিক্ষার্থীরা চলে গেলে দুপুর আড়াটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে হাজারো ছাত্র জনতা বিজয় উল্লাস করে মিছিল বের করে।