স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে বিক্ষুব্ধ জনতা ব্যবসা প্রতিষ্ঠানসহ আওয়ামীলীগ নেতাকর্মীদের বাসায় হামলা ও ভাংচুর চালিয়েছে। এ সময় বেশ কয়েকটি বাসায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর পদত্যাগের ঘোষণার পর থেকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বিক্ষুব্ধ জনতা জড়ো হতে থাকে। এ সময় তারা ‘স্বাধীন স্বাধীন’ স্লোগানে একটি মিছিল বের করে আওয়ামীলীগ নেতা সাবেক মেয়র সালেক মিয়া, উপজেলা চেয়ারম্যান, ইকবাল হোসেন তালুকদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের শায়েস্তাগঞ্জ উপজেলা সভাপতি অসিত কুমার দাম মন্টু, সাংবাদিক কামরুজ্জামান রিয়া, উপজেলা যুবলীগ সভাপতি ফজল উদ্দিন তালুকদারসহ অনেকের বাসভবন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। পরে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে তান্ডব লীলা চালায় তারা। অবস্থা বেগতিক দেখে আওয়ামীলীগ নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়।