স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আজ সোমবার থেকে অফিস, আদালত, ব্যাংক, বীমাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গতকাল রবিবার বিকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত বন্ধের এ ঘোষণা দেওয়া হয়। তবে চলমান পরিস্থিতি স্বাভাবিক না হলে এ ছুটির আদেশ আবারো বাড়ানো হতে পারে।