বানিয়াচং প্রতিনিধি \ “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” বানিয়াচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বুরহান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, ওসি (তদন্ত) মোঃ আবু হানিফ, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সাংবাদিক এস এম খোকন, ইউপি চেয়ারম্যান আনুয়ার হোসেন, জয় কুমার দাশ, এরশাদ আলী প্রমুখ। পরে মৎস্য চাষে সফল তিনজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।