স্টাফ রিপোর্টার \ বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের হোসেন মিয়া (২০) নামের বিষাক্রান্ত এক যুবক মারা গেছে। গতকাল বুধবার সকালে পারিবারিক কলহের জের ধরে সে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল শেষে মর্গে প্রেরণ করে। তবে সে মানসিক রোগী ছিল বলে জানা গেছে।