স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার সকাল-বিকাল বিদ্যুৎ থাকছে না হবিগঞ্জ শহরে। গতকাল শুক্রবার পিডিবি’র উদ্যোগে মাইকিং করে এ তথ্য নিশ্চিত করা হয়। পিডিবি’র নির্বাহী প্রকৌশলী জানান, শহরের ত্রুটিপূর্ণ লাইন মেরামতসহ লাইনের উপর দিয়ে বয়ে যাওয়া গাছের ডালপালা ছাটাই করার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে মেরামত সাপেক্ষে সময় পরিবর্তন হতে পারে।