স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং-এ কাঁঠাল বোঝাই পিকআপ উল্টে শিবলী মিয়া (২০) নামের এক চালক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উল্লেখিত স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক শিবলী বাহুবল উপজেলার হরিতলা গ্রামের আলা উদ্দিনের পুত্র।
জানা যায়, মুছাই চা বাগান থেকে কাঁঠালবাহী পিকআপ বোঝাই করে মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা ছিল উল্লেখিত স্থানে পৌছলে একটি শিশু সড়ক পারাপার হচ্ছিল। এ সময় চালক শিবলী গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে। আশপাশের লোকজন ছুটে এসে দমকল ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একদল কর্মী দুর্ঘটনা কবলিত গাড়ী ও নিহত চালককে উদ্ধার করে। পরে তাকে হবিগঞ্জ সদর আধুননিক হাসপাতালে প্রেরণ করে। সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।