মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ খোয়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম ও ফসলি জমি লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ চুনারুঘাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা ॥ আঞ্চলিক প্রেসক্লাবের নিন্দা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈয়মুর ইসলাম বদলী হামলা-লুটপাটের ঘটনার ১০ বছর পর নবীগঞ্জে আ.লীগের ২৬ নেতার বিরুদ্ধে জামায়েত নেতার মামলা নবীগঞ্জের দিনারপুরে ছুটির দিনে রাতভর পাহাড় কাটে সুযোগ সন্ধানী পাহাড়খেকোরা চুনারুঘাটে মোটর সাইকেল দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জের ২ যুবক নিহত জয়নগর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের লুন্ঠনকৃত ১৩টি ল্যাপটপ ফেরত দেয়া হয়েছে

হবিগঞ্জে মিথ্যা মামলা করায় বাদীকে ১ বছরের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টর ॥ হবিগঞ্জে মিথ্যা মামলা করায় বাদীকে এক বছরে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ১১ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার আদালত ৩ হবিগঞ্জ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সহকারী পাবলিক প্রসিকিউটর এ পি পি এডভোকেট সাহ হারুনুর রশিদ সোহেল। দণ্ডপ্রাপ্ত আসামী হলেন মামলারবাদি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাত পাড়া গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে মোঃ আব্দুল হামিদ। রায় ঘোষণার সময় আসামী মোঃ আব্দুল হামিদ আদালতে উপস্থিত ছিলেন। জানা যায়, আসামী আব্দুল হামিদ বাদী হয়ে ২০২০ সনের ৮ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে একই গ্রামের হামিদের চাচাতো ভাই মোঃ আবুল হোসেন সবুজসহ চার জনের বিরুদ্ধে ১০৭ ধারায় একটি মামলা দায়ের করেন। ৯ ডিসেম্বর তার ছেলে মনতলা শাহজালাল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম আকাশকে কসবা উপজেলার নয়নপুর সীমান্ত পারি এলাকা দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালগড় এলাকায় প্রবেশ করিয়ে দেন। ১০ ডিসেম্বর এ বিষয়ে মাধবপুর থানায় একটি হারানো জিডি করেন। পরে ২৮শে ডিসেম্বর ২০২০ এ বিষয়কে কেন্দ্র করে আবুল হোসেন সবুজ, তার স্ত্রী মিনারা বেগম তার ছেলে কুতুব উদ্দিন আহমেদ জিসান সহ সাতজনকে আসামি করে হবিগঞ্জ বিচারিক আদালতে আব্দুল হামিদের ছেলে জাহিদুল ইসলাম আকাশকে অপরন খুন ও ঘুমের অভিযোগে একটি মামলা দায়ের করেন। আদালত মাধবপুর থানাকে অভিযোগটি এফআইআর এর নির্দেশ দেন। নির্দেশ প্রাপ্ত হয়ে মাধবপুর থানায় জিআর ২৮/২১ইং মামলাটি দায়ের করেন। এস আই (উপ-পরিদর্শক) সাইদুর রহমান তদন্ত শুরু করেন এবং ভিকটিম জাহিদুল ইসলাম আকাশকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা একটি চা বাগান থেকে উদ্ধার করেন। ভিকটিম উদারের পর আদালতে হাজির করলে ভিকটিম জাহিদুল ইসলাম আকাশ ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়ে বলেন তার পিতা মামলার বাদী আব্দুল হামিদ তাকে কসবা উপজেলার নয়নপুর সীমান্ত পারি এলাকা দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের বিশালগড় এলাকায় প্রবেশ করিয়ে দেন তাকে কেউ অপহরণ করেনি তার ভারতে যাওয়ার বিষয় তার বাবা জানেন। এসআই সাইদুর রহমান তদন্ত শেষে জি আর ২৮/২১ ইং মামলাটির আদালতে চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন এবং মিথ্যা অভিযোগকারী আব্দুল হামিদ এর বিরুদ্ধে ২১১ ধারায় প্রসিকিউশন এর আবেদন করেন। আদালতের আদেশ প্রাপ্ত হয়ে তদন্তকারী কর্মকর্তা কর্মকর্তা উপ-পরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে আব্দুল হামিদকে আসামি করে ২১১ ধারায় আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষী প্রমাণ ও শুনানি শেষে আজ বৃহস্পতিবার আদালত আসামি আব্দুল হামিদকে এক বছরের কারাদণ্ড ঘোষণা করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com