নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দ্রুত হুমকিদাতাকে গ্রেফতার করায় প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে নবীগঞ্জ সার্কেল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে নবীগঞ্জ আলোকিত ৯৫ ব্যাচের সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেলের সভাপতিত্বে ও আনন্দ নিকেতেনের সাধারণ সম্পাদক পলাশ বনিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ আলোকিত ৯৫ ব্যাচের সাধারণ সম্পাদক আবু হুরায়রা মামুন, নবীগঞ্জ সার্কেল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক সাইফুর রহমান খান, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, প্রনব চন্দ্র দেব, আব্দুল্লাহ আল মামুন, লোমেশ রঞ্জন দাশ, রাজিব কুমার রায়, হেলাল আহমেদ, শংকর কুমার চন্দ্র, ক্রীড়া সংগঠক ওহি দেওয়ান চৌধুরী, কীর্তি নারায়ণ কলেজের সাবেক অধ্যক্ষ ফয়জুর রব পনি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি সুব্রত চক্রবর্তী, সাংবাদিক জাবেদ ইকবাল তালুকদার, সৈয়দ তানভীর আহমেদ, মুরাদ আহমেদ, রায়হান আহমেদ, তাহের আহমেদ, ফখরুল ইসলাম নয়ন, মুনিম আহমেদ, জাফর ইকবাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন- হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন। হত্যার হুমকী প্রতারণা নাকি প্রকৃত অর্থেই প্রাননাশের চেষ্টা সেই বিষয়টি পূঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানান। দুষ্কৃতিকারীদের শাস্তির আওতায় আনা হলে সমাজ থেকে অনিয়ম দুর্নীতি দূর হবে।