বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব সরকার-এমপি রুয়েল

  • আপডেট টাইম বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৪৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এ সরকারের আমলে কৃষি খাতে যে ব্যাপক উন্নয়ন ঘটেছে অন্য কোনো সরকারের আমলে তা ঘটেনি। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জিত হচ্ছে। এর সুফল পাচ্ছেন প্রান্তিক পর্য্যায়ের কৃষকগণ।
গতকাল (৯ জুলাই) মঙ্গলবার দুপুরে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল একথাগুলো বলেন। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বানিয়াচং এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অলক কুমার চন্দ’র যৌথ সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি হিফজুর রহমান চৌধুরী জয়।
অনুষ্টানের শেষাংশে প্রধান অতিথি এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ১ হাজার ২শ কৃষকদের মধ্যে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে কৃষকদের হাতে তুলে দেন। আলোচনার সভার পূর্বে প্রধান অতিথি ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন এবং কৃষি প্রযুক্তি কর্নার এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় মোট ১২টি স্টল অংশ নেয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com