প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ প্রেসক্লাব নবীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোঃ মজিবুর রহমান ভূইয়াকে (দৈনিক হাওর বার্তা, সিএনএ) সভাপতি ও সাংবাদিক এস এম তাজুল ইসলামকে (দৈনিক মাতৃভূমি, সিএনএ) সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ হেলাল চৌধুরী (সাপ্তাহিক খবর), সহ-সভাপতি নিউটন সূত্রধর (হবিগঞ্জের বাণী), সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক আমাদের মাতৃভূমি), সহ-সভাপতি সেলিম চৌধুরী (দৈনিক মাতৃভূমি), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মুন্না (সাপ্তাহিক রুপসী বাংলা), সাংগঠনিক সম্পাদক মোঃ এমাদ উদ্দিন চৌধুরী খালেদ (দৈনিক বিবিয়ানা), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল বারী খোকন (দৈনিক প্রাণের হবিগঞ্জ), কোষাধ্যক্ষ মুর্শেদ আলী সবুজ (দৈনিক অপরাধ চক্র), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. কাজল নাথ (দৈনিক মাতৃ জগৎ), কার্যনির্বাহী সদস্য এম এ মুহিত (দৈনিক এই বাংলা), কার্যনির্বাহী সদস্য মাহমুদ কোরেশী (দৈনিক আমার হবিগঞ্জ) সহ ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দেশ বরেণ্য সাংবাদিক ফরিদ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ড. এডভোকেট আবু তাহের, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক রোমান আহমেদ। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ আব্দুল কাদির কাজল, বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ হান্নান, সহ-সভাপতি মাহমুদ কোরেশী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ প্রমুখ।