স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সানজিদা শিরিনের বিরুদ্ধে মানববন্ধন সহ স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় সুশীল সমাজ নাগরিক কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, হবিগঞ্জসহ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়নের বড় বহুলা গ্রামের সৈয়দ আলীর কন্যা ও ইসমাঈল শিকদারের স্ত্রী সানজিদা শিরীন ওরফে শিরিন বেগম প্রতারণার মাধ্যমে সহজ সরল মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। শুধু তাই নয় সহজ সরল মানুষকে সাহায্যের নামে হবিগঞ্জ থেকে ঢাকা মিল্টন সামাদ্দারের হাতে তুলে দেয় সে। মিল্টন সামাদ্দার ঢাকায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হলে সানজিদা শিরীনের নামেও প্রকাশ পায়। এরপরে হবিগঞ্জের কয়েকটি পত্রিকায় নিউজ সংবাদ হয়। মানববন্ধন শেষে সানজিদা শিরিনকে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। অন্যথায় তারা আরো কঠিন আন্দোলনের হুশিয়ারী দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় নুন আনতে পান্তা পুরাত শিরিনের। আজ সে কোটি টাকার মালিক। নামে বেনামে জায়গা, আলীশান বাড়িসহ অনেক কিছুই রয়েছে তার। যা আজো প্রশাসন খোঁজে বের করতে পারছে না। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।