শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মুশফিক চৌধুরীর বাসভবনে আবারো নাশকতার চেষ্টা

  • আপডেট টাইম রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর বাসভবন ও হাসপাতালে আবারো নাশকতামুলক ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ডাক্তার মুশফিক হোসেন চৌধুরীর মালিকানাধিন আল-রাফি হাসপাতালের ম্যানেজার উত্তম রায় হবিগঞ্জ সদর মডেল থানায় জিডি করা হয়েছে। জিডিতে উল্লেখ করা হয়, শুক্রবার হাসপাতালের সকল স্টাফগণ প্রত্যেকের কার্যক্রম শেষ করে হাসপাতালের গেইটে তালাবদ্ধ করে চলে যান। রাত প্রায় পৌণে ৪টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হাসপাতালের পূর্বদিকের দেয়াল টপকিয়ে ৩ তলা বাসায় প্রবেশ করার জন্য জেনেরেটর এর দামি তার কেটে ঘরের ভিতরে প্রবেশের চেষ্ঠা করে। এ সময় ঘরে লোকজনের আওয়াজ পেয়ে দুর্বৃত্তরা চলে যায়। এ ঘটনায় হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পূর্ব থেকেই ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী ঢাকায় অবস্থান করছিলেন। এ ব্যাপারে ডাঃ ডাক্তার মুশফিক হোসেন চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বেশ কিছুদিন ধরে ঢাকার বাসায় অবস্থান করছেন। তিনি হবিগঞ্জ আসার কথা ছিল। কিন্তু আসতে পারেন নি। হয়তো দুর্বৃত্তরা মনে করেছে আমি বাসায় আছি, তাই নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসেছিল। তিনি বলেন, এর আগেও দুর্বৃত্তরা রাতের অন্ধকারে আমার বাসায় প্রবেশ করে নাশকতার চেষ্টা করেছিল। তখন প্রতিকার চাইলেও প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। তিনি বলেন, পূর্বের ঘটনায় জোড়ালো পদক্ষেপ না নেয়ায়ই দুর্বৃত্তরা পুনরায় নাশকতার চেষ্টা করার সাহস পেয়েছে। তিনি বলেন, বার বার আমার বাসভবনে নাশকতা চেষ্টার ঘটনায় আমি ও আমার পরিবারের লোকজন জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com